ঢাকা, ১৪ মে, ২০২৫
সর্বশেষ:

মহাজোটের প্রার্থী ঘোষণা, দুদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৩, ২৪ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি


মহাজোটের সঙ্গে থাকা দলগুলোর আসন বণ্টন নিয়ে আলোচনা প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোববার বা সোমবার এ ব্যাপারে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।

শনিবার দুপুরে মহাজোটের প্রার্থী চূড়ান্ত করতে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে দফায় দফায় বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা জানান সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, জোটভুক্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজকে আমরা আসন বণ্টন নিয়ে আলোচনা করেছি। রাতের মধ্যে আসনের বিষয়টি চূড়ান্ত হতে পারে। এরপর আগামীকাল কিংবা পরশুদিনের মধ্যে প্রার্থী চূড়ান্ত করে ঘোষণা দেওয়া হবে।

এর আগে সকাল থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ক্ষমতাশীন আওয়ামী লীগের সঙ্গে আসন বণ্টনের ইস্যুতে জাতীয় পার্টির বৈঠক করে। এছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও ওয়ার্কার্স পার্টির সঙ্গে বৈঠক করে।

ক্ষমতাশীন দলের জাতীয় পার্টির বৈঠকের বিষয়ে জাপার মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, আলোচনা ভালো হয়েছে। আমরা আরও ভালো আসন পাব বলে আশা করি।

শুক্রবার (২৩ নভেম্বর) ভোটের অঙ্কে বিপুল ব্যবধানে এগিয়ে আছে আওয়ামী লীগ বলে জানিয়ে কাদের বলেন, ইতোমধ্যে আসন বণ্টন নিয়ে জাতীয় পার্টির সঙ্গে আলোচনা শেষ হয়েছে।

নিউজওয়ান২৪/এএস

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত